শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে অটোরিক্সা চোর গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ এএম
চালক মো: তুহিন শেখ (৩০)  গ্রেফতার
expand
চালক মো: তুহিন শেখ (৩০) গ্রেফতার

মুন্সীগঞ্জে অটোরিক্সা চালক মো: তুহিন শেখ (৩০) কে গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটা থেকে তাকে আটক করা হয় এবং চোরাই তিন চাঁকা বিশিষ্ট ০৪ টি ব্যাটারীযুক্ত বাংলা আল মদিনা বডির লাল রংয়ের পুরাতন মিশুক অটোগাড়ী জব্দ করা হয়।

আটক তুহিন শেখ শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটা বীরতারা এলাকার মিজানুর রহমান শেখের ছেলে।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

তথ্য সুত্রে জানা যায়, মোহাম্মদ আলী একই গ্রামের একজন ব্যাটারী চালিত অটো চালক। ২৫ শে ডিসেম্বর রাত অনুমান সাড়ে ১১ টায় তার মালিকানাধীন ব্যাটারী চালিত মিশুক অটো গাড়ীটি চালিয়ে দয়াহাটাস্থ রমজান মেম্বারের গ্যারেজের ভিতর চার্জে রেখে বাসায় চলে যান। রাতে ঘুমানোর আগে পুনরায় গ্যারেজে এসে দেখেন অটো গাড়ীটি গ্যারেজ থেকে চুরি করে নিয়ে গেছে।

পরে বিষয়টি শ্রীনগর থানায় অবহিত করলে এসআই (নিঃ) গণেষ চন্দ্র বিশ্বাস তৎক্ষণাৎ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শুক্রবার (২৬ শে ডিসেম্বর) সকাল দশটায় মজিদপুর দয়াহাটা হতে অটোরিক্সা চোর মোঃ তুহিন শেখকে গ্রেফতার করে এবং তার দখল হতে চোরাই তিন চাঁকা বিশিষ্ট ০৪ টি ব্যাটারীযুক্ত বাংলা আল মদিনা বডির লাল রংয়ের পুরাতন মিশুক অটোগাড়ীটি জব্দ করে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X