

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে সরকারি রেকর্ডভুক্ত খাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে খালের জায়গায় অবৈধভাবে বর্ধিত স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নের চোরমর্দন মৌজার আলাউদ্দিন কমপ্লেক্সের সামনে সরকারি রেকর্ডভুক্ত খালের জায়গায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খালের ওপর অবৈধভাবে নির্মিত ও বর্ধিত স্থাপনা অপসারণ করা হয়।
এসময় সরকারি মালিকানাধীন আনুমানিক ২০ লক্ষ টাকা মূল্যমানের প্রায় ২ শতক জমি উদ্ধার করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. কামাল হোসেন, সার্ভেয়ার মো. লিয়ার হোসেন এবং রসুনিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলমগীর সোলাইমান।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, জনস্বার্থে সরকারি মালিকানাধীন সম্পত্তি উদ্ধার এবং সরকারি জমির অবৈধ দখল রোধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
মন্তব্য করুন
