

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র শস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে মুন্সীগঞ্জ শহরে উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কানাইবাড়ি এলাকা থেকে ইউনিয়ের শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সীমান্ত (২০) সহ ৩ জনকে গ্রেফতার করে। সে পঞ্চসার ইউনিয়নের এ আর ক্লিনিক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
এছাড়াও অন্যান্য গ্রেফতারকৃতরা হলেন, পঞ্চসার ইউনিয়নের চর মুক্তারপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাকিব( ২৬), মালিপাথর গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে তন্ময় (২৫)।
সদর থানার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কানাইবাড়ী আমির সাহেবের খালী জায়গায় অভিযান পরিচালনা করে।
এসময় ডাকাতির প্রস্তুতিকালে সীমান্ত, সাকিব, তন্ময় কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ১টি লোহার শাবল, ১টি লোহার রড, ২টি টর্চ লাইটসহ গ্রেফতার করেন।
পুলিশ আরও জানায়, সিমান্তর বিরুদ্ধে সদর থানায় একাধিক চুরি, ছিনাতাই ও মাদক মামলা রয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মোমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদ ভিত্তিতে ডাকাতি প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র শস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সীমান্ত নামে শ্রমিক লীগ নেতা বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন
