বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী রতনের দোয়া ও কবর জিয়ারত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন শনিবার নিজ উপজেলার ভবেরচরে পারিবারিক কবর জিয়ারত ও সংবাদ সম্মেলন করেছেন।

দুপুর ১২টার দিকে তিনি ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক হয়ে ভবেরচর বাসস্ট্যান্ডে পৌঁছালে স্থানীয় হাজারো নেতাকর্মী ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। সেখান থেকে নেতাকর্মীদের সঙ্গে পদযাত্রা করে তিনি নিজ বাড়িতে যান এবং পথিমধ্যে নামাজ আদায় শেষে পারিবারিক কবর জিয়ারত করেন। তাঁর আগমনে ভবেরচর এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।

বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় রতন বলেন, “মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার মধ্যে যোগাযোগ সুবিধা বাড়াতে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ করা হবে।” তিনি আরও দাবি করেন, বেগম খালেদা জিয়া তাঁর ভাষ্যে এবং তারেক রহমানের মাধ্যমে যাচাই করে মনোনয়ন দিয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে বলেও তিনি মন্তব্য করেন।

মতবিনিময় শেষে জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান প্রদান করেন রতন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও আহ্বায়ক কমিটির নেতারা—ভিপি মাসুম খান, সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা মো. বাবুল সরকার, আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক চেয়ারম্যান, সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির সদস্য মাসুদ ফারুক, মোজাম্মেল হক মুন্নাসহ জেলা যুবদলের নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X