সোমবার
০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে নামাজের সময় মসজিদের ভেতরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৩২ এএম
মসজিদে নামাজ চলাকালীন বিএনপির এক পক্ষের ওপর অন্য পক্ষের অতর্কিত হামলা।
expand
মসজিদে নামাজ চলাকালীন বিএনপির এক পক্ষের ওপর অন্য পক্ষের অতর্কিত হামলা।

মুন্সীগঞ্জের শ্রীনগরের দয়হাটা এলাকায় শুক্রবার সন্ধ্যায় দেওলভোগ দয়হাটা বায়তুল আমান জামে মসজিদের মূল গেটের সামনে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

অভিযোগ রয়েছে, হামলার এক পর্যায়ে আহতরা দৌড়ে মসজিদে আশ্রয় নিলে নামাজ চলাকালীন অবস্থায় মসজিদের ভেতরেও হামলা করা হয়।

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার স্থানীয় একটি জানাজায় অংশ নিতে কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু দয়হাটায় পৌঁছালে তরিকুল ইসলাম যিনি উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা এবং মুন্সীগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী শেখ আব্দুল্লাহর সমর্থক তিনি লোকজন নিয়ে সপুর পথে বাধা দেন। পরে সপু মোটরসাইকেলে মসজিদে পৌঁছালে তরিকুল ও তার লোকজন সেখানে সপুর নেতাকর্মীদের মারধর করেন। এতে সপুর দুই সমর্থক আহত হন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন