

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও স্যালোইঞ্জিন চালিত আলগামনের মুখোমুখি সংঘর্ষে তুহিন হোসেন নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।
এসময় মটরসাইকেলে থাকা তার স্ত্রী তমা খাতুন ও শিশু তানহা আহত হয়েছে। নিহত তুহিন গাংনী উপজেলার করমদি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। সে পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল পাঁচটার সময় গাংনী-কাথুলী সড়কের ভাটপাড়া বাঙ্গালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত তুহিন তার স্ত্রী ও সন্তান নিয়ে মোটরসাইকেল যোগে গাংনী আসছিলেন। ভাটপাড়া বাঙ্গালপাড়া এলাকায় পৌছানো মাত্র বিপরীত দিক থেকে যাওয়া একটি বেপরোয়া গতির স্যালোইঞ্জিন চালিত আলগামন মুখোমুখি ধাক্কা দেই। এতে তুহিন ঘটনাস্থলেই মারা যান। নিহতের স্ত্রী তমা খাতুন ও তার শিশু তানহাকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের মেডিকেল অফিসার চিকিৎসক ফারুক হোসেন জানান, তমা খাতুন ও তানহার অবস্থা আশংকাজনক হওয়ায় রেফার্ড করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উত্তম কুমার দাস জানান নিহতের মরদেহ উদ্ধার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
