শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত 

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব
expand
ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

মৌলভীবাজার সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত গত বছরের ন্যায় এবছরও প্রকাশনা উৎসব-২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে প্রকাশনা উৎসবটি শুরু হয়। এতে প্রচুর পরিমাণ সাংগঠনিক বই, ইসলামিক ও সাধারণ বই এবং নতুন বছরের ক্যালেন্ডার, ডায়েরিসহ আরো বিভিন্ন প্রকাশনার আয়োজন করা হয়।

প্রকাশনা উৎসবটি উদ্বোধন করেন মৌলভীবাজার শহর শাখা শিবির সভাপতি তারেক আজিজ। এসময় উপস্থিত ছিলেন শহর সেক্রেটারি কাজি দাইয়ান আহমদ, এইচআরডি সম্পাদক মোস্তাকিম আহমদ, সাহিত্য সম্পাদক তানভীর আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজ শাখা সভাপতি আরাফাত আহমদ ও কলেজ সেক্রেটারি সুমন আহমদসহ আরোও নেতৃবৃন্দ।

মৌলভীবাজার শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমেদ বলেন, আমাদের প্রকাশনা উৎসবটি দিনব্যাপী চলবে। আমরা দেখতে পাচ্ছি সরকারি কলেজের শিক্ষার্থীরা খুবই উৎসবমুখর পরিবেশে ছাত্রশিবিরকে সাড়া দিচ্ছেন। প্রত্যেক বছরই প্রকাশনা উৎসবে বিভিন্ন ঘটনাবলী সংবলিত তিন পাতার ক্যালেন্ডারে সবচেয়ে বেশি ফোকাস দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা শিক্ষার্থীদের সাড়া পাচ্ছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X