

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুরুতর দগ্ধ হয়েছেন বশির মিয়া (৫০) ও তার ছেলে রেদোয়ান (২৪)।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতের দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের জৈন্তা ছড়া এলাকায়।
শেভরনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৫টা ১৫ মিনিটে দুর্বৃত্তরা পাইপলাইনে অবৈধভাবে ট্যাপিং করে। এর ফলে কনডেনসেট তেল ছড়িয়ে পড়ে এবং রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে কোম্পানির গ্যাস উৎপাদনে এ ঘটনার কোনো প্রভাব পড়েনি।
গ্রামবাসীর ভাষ্য, বিকেল থেকেই পাইপলাইন ফেটে তেল বের হতে দেখা যাচ্ছিল। রাত ৯টার পরপরই হঠাৎ আগুন ধরে আকাশ ছোঁয়া অগ্নিশিখা ছড়িয়ে পড়ে। আতঙ্কে শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।
শ্রীমঙ্গল ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কোম্পানির মিডিয়া ও কমিউনিকেশনস ম্যানেজার শেখ জাহিদুর রহমান বলেন, “জরুরি প্রতিক্রিয়া দল স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্রুত পদক্ষেপ নিয়েছে। মানুষের জীবন ও পরিবেশের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মৌমিতা বৈদ্য জানান, দগ্ধ দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে রেদোয়ানের অবস্থা গুরুতর।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, “রাত ৯৯৯ থেকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। মোট চারটি ইউনিট কাজ করেছে।
মেইন লাইনে চাপ বেশি থাকায় শুরুতে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পরে ফোম ব্যবহার করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।”
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। রাত ১০টা ২৪ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, আহতদের চিকিৎসায় সহযোগিতা করা হবে এবং ক্ষতির পরিমাণ শিগগিরই নিরূপণ করা হবে।
মন্তব্য করুন

