বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে মসজিদ উন্নয়ন কাজে বাধা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
expand
সিংগাইরে মসজিদ উন্নয়ন কাজে বাধা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বকচর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কাজে বাধা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ মাঠে গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মসজিদের সাবেক ইমাম সিদ্দিকুর রহমান, তার ছেলে ছানাউল্লাহ বায়েজিদ ও সানোয়ার হোসেন নানা উপায়ে উন্নয়ন কাজে বাধা দিচ্ছেন। বিদ্যুতের তার স্থানান্তরে অসহযোগিতা করায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কার্যক্রম চালাতে পারছে না। ফলে দীর্ঘদিন ধরে উন্নয়নকাজ স্থগিত রয়েছে।

বক্তারা আরও বলেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় নিরপরাধ অনেককে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. বাবুল হোসেন বাদশার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম, স্থানীয় বাসিন্দা বিপ্লব হোসেন ও আক্তার হোসেনসহ অন্যরা।

মানববন্ধনে প্রায় দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X