বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুরে পদ্মা নদীতে ধরা পড়ল ১৪ কেজির বাঘাইর 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
expand
হরিরামপুরে পদ্মা নদীতে ধরা পড়ল ১৪ কেজির বাঘাইর 

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদী থেকে ১৪ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বিশাল বাঘাইর মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় জেলে বিশ্বনাথ রাজবংশীর জালে মাছটি ওঠে। পরে পদ্মাপাড়েই এক ক্রেতা এটি ১৮ হাজার টাকায় কিনে নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাল ফেলার সঙ্গে সঙ্গেই বড় আকৃতির মাছটি ধরা পড়ে। মাছ হাতে পেয়ে জেলে খুশি হয়ে ওঠেন এবং অল্প সময়ের মধ্যেই এটি বিক্রি হয়ে যায়।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, পদ্মা নদীতে এখনও বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। তবে বাঘাইর মাছ বন বিভাগের তালিকায় বিপন্ন প্রজাতি হিসেবে উল্লেখিত। তাই এই মাছ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X