বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ৮ মাসে ডেঙ্গু আক্রান্ত ৫৪৯ জন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পিএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
expand
মানিকগঞ্জে ৮ মাসে ডেঙ্গু আক্রান্ত ৫৪৯ জন

মানিকগঞ্জে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৫৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪০৯ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৪০ জন। ইতোমধ্যে ৯৩ শতাংশের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৬ জন। একই সময়ে ১১ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। তবে এ পর্যন্ত জেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ২৫০ শয্যা হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ১৩ জন, মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন।

উপজেলা পর্যায়ে ঘিওরে মোট আক্রান্ত ৪৮ জনের মধ্যে একজন চিকিৎসাধীন আছেন। সাটুরিয়ায় আক্রান্ত ৫০ জনের মধ্যে এখনও চিকিৎসাধীন রয়েছেন ৬ জন। তবে সিংগাইর, হরিরামপুর, শিবালয় ও দৌলতপুরে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম বলেন, “ডেঙ্গুর প্রকোপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিয়মিত পর্যবেক্ষণ ও দ্রুত চিকিৎসার কারণে অধিকাংশ রোগী সুস্থ হয়ে উঠছেন। তবে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশা নিয়ন্ত্রণ ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়।”

বাংলাদেশ হেলথ ওয়াচ মানিকগঞ্জের সমন্বয়কারী বিমল রায় জানান, আক্রান্তের হার বাড়ছে, তবে মৃত্যুহার শূন্য রাখা বড় অর্জন। তিনি সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X