

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ. জিন্নাহ কবির নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ করছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা নিয়ে তিনি প্রতিটি ইউনিয়ন, হাট-বাজার ও গ্রামে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত দৌলতপুর উপজেলা সদরের বাজার, বাসস্ট্যান্ড, নিলুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জিন্নাহ কবির। এ সময় তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি কৃষক-শ্রমিকসহ খেটে খাওয়া সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের রূপরেখা। জনগণের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই।”
গণসংযোগ কর্মসূচিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিতদের মধ্যে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, কৃষকদল নেতা আব্দুল কাদের সিদ্দিকী, যুবদল নেতা আসিফ ইকবাল রনি, আখতারুজ্জামান আক্তার, মামিনুল ইসলাম মমিন, ছাত্রদল নেতা সাকিব খান অয়ন, জাহিদুল ইসলাম জিহাদ প্রমুখ।
নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে এস.এ. জিন্নাহ কবিরকে প্রার্থী হিসেবে দেখতে তারা মাঠে সক্রিয় রয়েছেন। তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নই তাদের প্রধান অঙ্গীকার।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    