

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জের ঘিওরে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা লেগে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের টাঙ্গাইল–আরিচা আঞ্চলিক মহাসড়কের ঘিওর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের ময়নাল মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (২০) এবং একই উপজেলার ধুবলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সোহান হোসেন (২০)। আহত মারুফ হোসেন (২১) একই উপজেলার জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে নতুন মোটরসাইকেল নিয়ে সুজন মণ্ডল তার দুই বন্ধুকে নিয়ে বের হন। তিনি দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। সন্ধ্যায় ঘিওর সেতুর কাছে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তা খুঁটিতে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুজন ও সোহানকে মৃত ঘোষণা করেন। আহত মারুফকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) মো. কোহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত মারুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
