বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

হাত-পায়ে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালেই সম্পন্ন হলো বিয়ে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
হাত-পায়ে ব্যান্ডেজ বাঁধা বর আনন্দ সাহার
expand
হাত-পায়ে ব্যান্ডেজ বাঁধা বর আনন্দ সাহার

দুর্ঘটনায় আহত হয়ে হাত-পায়ে ব্যান্ডেজ বাঁধা বর আনন্দ সাহা হাসপাতালের শয্যাশায়ী অবস্থায় তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন।

পূর্ব নির্ধারিত লগ্ন ঠিক সময়ে না মিস করার জন্য পরিবারের উদ্যোগে হাসপাতালের বেডেই অনুষ্ঠান আয়োজন করা হয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে। হাসপাতালের অস্থায়ী খালি একটি অংশে কর্তৃপক্ষের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আনন্দ সাহার পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বরের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল থাকায় বিয়ের আয়োজন করা হয়েছে।

হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম জানান, “বাইক দুর্ঘটনায় বর দুই হাত ও এক পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন।

পরিবার আমাদের বিষয়টি জানালে আমরা কনসালটেন্টদের সঙ্গে আলোচনা করি। অবস্থা স্থিতিশীল হওয়ায় হাসপাতালের অব্যবহৃত অংশে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়। আমাদের লক্ষ্য সবসময় রোগীর সেবা নিশ্চিত করা।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X