

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে। হাসপাতালের অস্থায়ী খালি একটি অংশে কর্তৃপক্ষের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
আনন্দ সাহার পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বরের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল থাকায় বিয়ের আয়োজন করা হয়েছে।
হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম জানান, “বাইক দুর্ঘটনায় বর দুই হাত ও এক পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন।
পরিবার আমাদের বিষয়টি জানালে আমরা কনসালটেন্টদের সঙ্গে আলোচনা করি। অবস্থা স্থিতিশীল হওয়ায় হাসপাতালের অব্যবহৃত অংশে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়। আমাদের লক্ষ্য সবসময় রোগীর সেবা নিশ্চিত করা।”
মন্তব্য করুন
