সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ পিএম
ডেলটা জেনারেল হাসপাতাল
expand
ডেলটা জেনারেল হাসপাতাল

মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ডেলটা জেনারেল হাসপাতালে এক প্রসূতি নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম নিপা ঘোষ (২১)। এ ঘটনায় স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতালের ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে সিজারিয়ান অপারেশনের পর এ ঘটনা ঘটে। নিহত নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চকবাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।

নিহতের স্বামী জানান, সকাল ৮টার দিকে তার স্ত্রীর সিজারিয়ান অপারেশন করেন গাইনি সার্জন ডা. সঞ্চিতা দস্তিদার। অ্যানেস্থেসিয়া প্রদান করেন মেডিকেল অফিসার ডা. আবু বক্কর সিদ্দিক। অপারেশনের পর শারীরিক জটিলতা দেখা দেয়। তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হলেও জরুরি বিভাগে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানান সদর হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসক।

ঘটনার পর থেকে দুই চিকিৎসক ডা. সঞ্চিতা দস্তিদার ও ডা. আবু বক্কর সিদ্দিকের মোবাইল ফোন বন্ধ রয়েছে। এবং ডেলটা জেনারেল হাসপাতালে গেলে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি।

মানিকগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X