মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরে ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোভাযাত্রা 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম
শিবচরে ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোভাযাত্রা 
expand
শিবচরে ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোভাযাত্রা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, শিবচর শাখার উদ্যোগে এক বর্ণিল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৪ নভেম্বর) বিকেলে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ শোভা যাত্রা শুরু এবং পরে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে শুরু হয়ে কলেজ মোড় হয়ে পাঁচ্চরের বিভিন্ন এলাকা ঘুরে শোভাযাত্রাটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন এলাকা থেকে আগত নেতা–কর্মীদের উৎসাহব্যঞ্জক উপস্থিতিতে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মাদারীপুর -১ (শিবচর) এর মনোনীত প্রার্থী মাওলানা আকরাম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাফেজ জাফর আহমেদ।

এছাড়াও এ শোভা যাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা মুজাহিদ কমিটির ছদর আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা বি এম হেমায়েত উদ্দিন, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মো. শাহীন শিকদার, ইসলামী ছাত্র আন্দোলন শিবচর শাখার সভাপতি মো.কাজী ইসলাম সহ ইসলামী আন্দোলনের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

র‍্যালি শেষে প্রধান অতিথি মাওলানা আকরাম হোসাইন সংক্ষিপ্ত বক্তব্যে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানিয়ে বলেন, "জনগণের ভোটাধিকার যেন সুরক্ষিত থাকে, আমরা সেই পরিবেশ চাই। জনগণের ভালোবাসাই আমাদের শক্তি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন