

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুরের কালকিনির এনায়েতনগর ইউনিয়নে চার বছরের সন্তানের সামনে পাখি বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রী নির্মমভাবে খুন হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে উত্তর মাঝের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী পাখি বেগম রাতের খাবার খেয়ে শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন।
হঠাৎ দুর্বৃত্তরা তার ঘরে ইটপাটকেল ছুড়ে শব্দ সৃষ্টি করলে তিনি দরজা খুলে বাইরে তাকান। সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার সময় তার ছোট সন্তানটি সবকিছু চোখের সামনে দেখলেও মায়ের জীবন রক্ষা করতে পারেনি।
পরে শিশুর কান্না শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের চাচি শাশুড়ি পলি বেগমকে আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের শাহাদাত হাওলাদারের স্ত্রী।
নিহতের শাশুড়ি নাজমা বেগম অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে তার পুত্রবধূকে হত্যা করা হয়েছে। খুনের রাতেই পলি বেগম নিজ বাড়িতে ঢোল বাজিয়ে গান-বাজনা চালিয়ে যায়, যাতে হত্যার শব্দ কেউ টের না পায়।
পাশাপাশি তিনি পলির স্বামী শাহাদাত হাওলাদার ও বাবা ইউনুস সরদারকেও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ করেন।
কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, “খবর পাওয়ার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    