শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজৈরে আনোয়ার শেখের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ পিএম
expand
রাজৈরে আনোয়ার শেখের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

মাদারীপুরের রাজৈর পৌরসভার আমবাগ-কুঠিবাড়ী এলাকার বাসিন্দা আনোয়ার শেখের বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে তিনি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছেন বলে অভিযোগ করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করে তার বিচার দাবি করেন। এসময় খলিল বেপারীসহ কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানান, আনোয়ার শেখ দীর্ঘদিন ধরে রাজনৈতিক সুবিধা নিয়ে দাপটের সঙ্গে অপকর্ম চালিয়ে আসছেন।

অভিযোগে বলা হয়, মৃত হাচেন শেখের ছেলে আনোয়ারের বিরুদ্ধে ডাকাতি ও রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলা রয়েছে। সামান্য সম্পত্তি থেকে শুরু করে এখন বিপুল সম্পদের মালিক বনে গেছেন তিনি।

খলিল বেপারী অভিযোগ করে বলেন, “জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে আমাকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে আনোয়ার। সে কখনো আওয়ামী লীগ, আবার কখনো বিএনপির ছত্রছায়ায় সুবিধা নেয়। আমরা তার শাস্তি চাই।”

আরেক ভুক্তভোগী হারুন মোল্লা বলেন, “আনোয়ারের অত্যাচার দিন দিন বাড়ছে। জমি দখল থেকে শুরু করে নানা অপরাধে জড়িত সে। তাকে অবশ্যই আইনের আওতায় আনা দরকার।”

তবে আনোয়ার শেখ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানান, যারা অভিযোগ করছে তারাই প্রকৃত ভূমিদস্যু।

এ বিষয়ে রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, বিষয়টি মৌখিকভাবে শোনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পূর্বের কোনো মামলায় তার নাম থাকলে তাকেও গ্রেপ্তার করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন