শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে অধীর আগ্রহে দেশবাসী: হেলেন জেরিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
expand
নির্বাচন নিয়ে অধীর আগ্রহে দেশবাসী: হেলেন জেরিন

বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুর শহরের রেন্ড্রিতলা পৌর কৃষকদলের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হেলেন জেরিন বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কোনো চাঁদাবাজ বা দখলদার নয়, শুধু সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের মনোনয়ন দেবে।”

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল নানা কৌশলে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। কখনো রাষ্ট্রপতিকে সরানোর দাবি তোলা হচ্ছে, আবার কখনো সংবিধান বাতিল বা নতুন পদ্ধতিতে নির্বাচন আয়োজনের কথা বলা হচ্ছে। কোথাও পিআর ব্যবস্থা, কোথাও গণপরিষদের প্রস্তাব আসছে। এ ধরনের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, সরকারের উচিত নির্ধারিত সময়েই নির্বাচনের পথে অগ্রসর হওয়া।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সভাপতি সরোয়ার হোসেন, জেলা মহিলা দলের সভাপতি লাইজু আক্তার, সাধারণ সম্পাদক মুনমুন আহমেদ, কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ হাওলাদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন