

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শুক্রবার ভোররাতে মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
কুয়াকাটা থেকে ঢাকাগামী ‘চন্দ্রা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস (নম্বর ঢাকা মেট্রো ব-১২-৪৮৭১) রাজৈর বাসস্ট্যান্ড অতিক্রম করে প্রায় ২০০ গজ সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবা-পুকুরে পড়ে যায়।
বাসটিতে তখন ৩১ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী নিলুফা ইয়াসমিন নিলা (৩০) ঘটনাস্থলেই মারা যান। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
এ ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে আহত হিসেবে শনাক্ত করা গেছে—
লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর কালাখোপা গ্রামের মইজুল মাঝির ছেলে জুয়েল (৩০)
নোয়াখালীর আটকপালিয়া থানার জাহাজমারা গ্রামের বসির ব্যাপারীর ছেলে মিরাজ (৩০)
নোয়াখালীর সুবর্ণচর থানার চরহাসান গ্রামের ইয়াকুব আলীর ছেলে মিলন (৪৫)
একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আবু তাহের (৫৭)
ভোলার দৌলতখান থানার সৈয়দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে লোকমান (৪৫)
ঝালকাঠির নলসিটি থানার উত্তর জুরকাঠি গ্রামের মো. রবিন হোসেন
একই এলাকার আব্দুল জলিল হাওলাদার।
স্থানীয়রা রাজৈর থানা পুলিশ, মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে মিলে উদ্ধার তৎপরতা চালান। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত জুয়েল, মিরাজ ও মিলনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে রাজৈর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। নিহত নিলুফা ইয়াসমিন নিলার মরদেহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
মন্তব্য করুন

