শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে গণভোটের প্রচারণার জন্য ইমামদের প্রতি ডিসি জাহাঙ্গীর আলমের আহ্বান

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম
জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম
expand
জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম

মসজিদে মসজিদে ওয়াজের মাধ্যমে গণভোটের প্রচারণার জন্য ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদেশ্যে ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ইমামদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মসজিদে ওয়াজ করার সময় সামনে কুরআন-হাদিস ও সমাজের সমস্যাগুলো রাখবেন। সেগুলো নিয়ে আলোচনা করবেন। একইভাবে গণভোটের বিষয়ে পড়ে বুঝে মানুষকে বলবেন। কারণ আপনাদের কথাগুলো মানুষ ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখে ও বিশ্বাস করে।

এ সময় মাদারীপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ আশেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন পুলিশ সুপার মো. এহতেশামুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ, জেলা তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন ও বিভিন্ন মসজিদের ইমামগণসহ অনেকেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X