বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে শয্যাশায়ী স্ত্রীকে হত্যা, স্বামী আটক ​

শিবচর(মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম
শিবচর উপজেলা থানা
expand
শিবচর উপজেলা থানা

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুব পুর ইউনিয়নে রোকেয়া বেগম (৬০) নামক এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিজ স্ত্রীকে হত্যার অভিযোগে দৃষ্টিপ্রতিবন্ধী স্বামী আবুল হোসেন মৃধাকে আটক করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) ভোররাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বেপারীকান্দি এলাকায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।

নিহত মোসাঃ রোকেয়া বেগম (৬০) দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে ছিলেন। অভিযুক্ত স্বামী আবুল হোসেন মৃধা (৬৫) একজন দৃষ্টিপ্রতিবন্ধী এবং পেশায় ভিক্ষুক।

​পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে, এই দম্পতি একসময় ঢাকা শহরে ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতেন। কিন্তু রোকেয়া বেগমের অসুস্থতা বাড়লে তারা গ্রামে ফিরে আসেন। গত কয়েক বছর ধরে আবুল হোসেন একাই তার অসুস্থ স্ত্রীর সেবাযত্ন করে আসছিলেন। স্থানীয়দের ধারণা, দৃষ্টিহীনতা আর চরম আর্থিক সংকটের মধ্যে অসুস্থ স্ত্রীর সেবা করতে গিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই মানসিক চাপের কারণে থেকেই হয়তো এমন নৃশংস পথ বেছে নিয়েছেন তিনি।

​শিবচর থানার পুলিশ জানায়, ভোর রাত ৪টার দিকে ঘুমের মধ্যে রোকেয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত আবুল হোসেন মৃধাকে আটক করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,​"আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠাই। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। অভিযুক্ত আমাদের হেফাজতে আছেন এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X