

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাংবাদিকদের সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সাধারণ সভা করেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সাংবাদিকদের সংগঠন 'প্রেসফোর'।
শনিবার (২৫ অক্টোবর) দিনভর হাতীবান্ধা উপজেলা পরিষদ হল রুমে সংগঠনটির এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসফোরের সদস্য সাংবাদিকেরা ছাড়াও লালমনিরহাটের পাঁচ উপজেলার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।সাংবাদিকদের সুরক্ষার আইনি দিক ও পেশাগত মানোন্নয়ন নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
প্রেসফোরের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এ.কে.এম মঈনুল হক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসফোরের আহবায়ক সিনিয়র সাংবাদিক হায়দার আলী বাবু, সদস্য সচিব মিজানুর রহমান, সরকারী হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক লিটন পারভেজ, হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক নাজমুল কায়েস হিরু, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম, হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস হোসেন পপন, আদিতমারী প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন সুমন, পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি ইফতিকার রহমান, সাংবাদিক খোরশেদ আলম সাগর ও সাংবাদিক নিয়াজ আহমেদ সিপন'সহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
