বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রামে সার বোঝাই ট্রাক আটক, ডিলারের জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম
পাটগ্রামে সার বোঝাই ট্রাক আটক
expand
পাটগ্রামে সার বোঝাই ট্রাক আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাচারের সময় জনতার হাতে আটক হয়েছে সার বোঝাই ট্রাক। ভ্রাম্যমাণ আদালতে ডিলারের ৩০ হাজার টাকা জরিমানা।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে পাটগ্রাম পৌর শহরের বাইপাস সড়ক এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ।

জরিমানা প্রদানকারী ডিলার ফারুক হোসেন পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার।

জানা গেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার ফারুক হোসেন লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরের বাফার গুদাম থেকে নিজের বরাদ্ধের সরকারী সার নিয়ে আসেন। নিয়ম অনুযায়ী সারগুলো বাফার গুদাম থেকে সরাসরি তার নির্ধারীত পয়েন্টের গুদামে যাবে এবং সেখানকার কৃষকদের মাঝে নির্ধারীত মুল্যে বিক্রি করবেন। কিন্তু সারের কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে সেই সার নিজের গুদামে না নিয়ে ভোরে পৌরসভার বাইপাস সড়কে ট্রাক থামিয়ে ভ্যানে করে সারগুলো বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে অধিক মুল্যে বিক্রি করেন। এমন দৃশ্য দেখে স্থানীয়দের নিয়ে সেই ট্রাক আটক করেন স্থানীয় বিএনপি নেতারা।

খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন। অবৈধভাবে বেশি দামে সার বিক্রির বিষয়টি বিসিআইসি ডিলার ফারুক হোসেন স্বীকার করে নিলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তার ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, কিছু সার আগেই পাচার হয়েছে। আমরা ৭শত বস্তা এমওপি জব্দ করেছি, যা ওই ডিলারের বিক্রি পয়েন্টে পুলিশ ও কৃষি কর্মকর্তাদের জিম্মায় থাকবে। দায় স্বীকার করায় ডিলার ফারুক হোসেনের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X