শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পিএম
expand
হঠাৎ ঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড়ে কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের মতো প্রবল এই ঝড়ে উড়ে গেছে টিনের ছাউনি, ভেঙে পড়েছে গাছপালা ও কাঁচা ঘরবাড়ি। এতে আহত হয়েছেন অন্তত তিনজন।

রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঝড় বয়ে যায়। আহতদের মধ্যে রয়েছেন বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। আহত তিনজনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সকাল থেকে বৃষ্টিপাত চলছিল। হঠাৎ প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বেড়ে গেলে মুহূর্তেই ঘরবাড়ির টিনের চাল ও ছাউনি উড়ে যায়। আধাপাকা ঘর, গুদামঘর ও দোকানঘরও ভেঙে পড়ে। কয়েক মিনিট স্থায়ী ঝড়ের আঘাতে মধ্য শ্রুতিধর, চর নোহালীসহ কয়েকটি গ্রামের শতাধিক বাড়িঘর মারাত্মক ক্ষতির মুখে পড়ে।

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, “মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে রয়েছে। ঘটনাটি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।”

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জাকিয়া খাতুন জানান, “ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ে বিদ্যুৎ সংযোগের কিছু খুঁটি ভেঙে পড়ায় এলাকাবাসী সাময়িকভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঝড় শেষে গ্রামীণ সড়কগুলোতে পড়ে থাকা গাছ ও ধ্বংসাবশেষ পরিষ্কারে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন