শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ এএম
ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে পার হচ্ছে অটো রিক্সা
expand
ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে পার হচ্ছে অটো রিক্সা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী এলাকায় প্রায় তিন দশক আগে নির্মিত একটি ব্রিজ এখন মারাত্মকভাবে নাজুক অবস্থায় রয়েছে। বহু বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজের পাটাতন ভেঙে গেছে, পিলারে ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ব্রিজটি যেকোনো সময় ভেঙে বড় দুর্ঘটনা ঘটতে পারে—এমন আতঙ্কে প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে এটি ব্যবহার করছেন। বিশেষ করে বৈরাতী, ঘনেশ্যাম, হাজিরহাট, আমিনগঞ্জসহ আশপাশের গ্রামগুলো থেকে অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন করিম উদ্দিন পাবলিক কলেজ, করিম উদ্দিন পাবলিক পাইলট স্কুল, কালীগঞ্জ টেকনিক্যাল স্কুল, টেক্সটাইল ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করছে এই ব্রিজের উপর নির্ভর করে।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন জরাজীর্ণ হয়ে থাকলেও এখনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। কৃষকরাও মাঠ থেকে ঘরে ফসল আনতে মারাত্মক দুর্ভোগে পড়ছেন। এরই মধ্যে বেশ কিছু ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে।

বৈরাতীর বাসিন্দা রনি মিয়া বলেন, “অনেক বছর ধরেই এই ব্রিজটির অবস্থা খারাপ। বড় যানবাহন গেলে কাঠ বসিয়ে নিতে হয়। মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাফেরা করছে। আমরা চাই দ্রুত ব্রিজটি মেরামত করা হোক।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, ব্রিজটির বিষয়টি খতিয়ে দেখে উপজেলা প্রকৌশলীর সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X