শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম
বাংলাদেশি রশিদুল ইসলাম নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
expand
বাংলাদেশি রশিদুল ইসলাম নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি রশিদুল ইসলাম নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনা ঘটে শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে। রশিদুল বাউরা ইউনিয়নের পশ্চিম জমগ্রাম গ্রামের আব্দুস সামাদের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্র জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকা জমগ্রাম বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার নিউ কুচলিবাড়ী সীমান্ত। এই সীমান্তের প্রধান পিলার ৮০১ ও উপপিলার ১১ নম্বর এলাকার সীমান্ত দিয়ে রশিদুল ইসলাম গভীর রাতে ভারতীয় চোরাকারবারির সহায়তায় ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিল।

সেই সময় ভারতের কোচবিহারের ১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের ৩০ নিউ কুচলিবাড়ী বিএসএফ ক্যাম্পের টহলদলের সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও রশিদুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বিষয়টি জানতে পেরে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ডাংগাটারী ক্যাম্পের কমান্ডার বিএসএফের কুচলিবাড়ী ক্যাম্প কমান্ডারের কাছে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠায়।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন বলেন,বিএসএফের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি যুবককে ফেরত আনার চেষ্টা চলছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X