

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বাস্তবায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী (২০২৫–২০২৬) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে দুই দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাস। উদ্বোধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. অজয় কান্তি মন্ডল।
এ ছাড়াও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতাউর রহমান, কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, এবং আইসিটি কর্মকর্তা শুভ্রজিত রায়।
দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে ২২টি স্টল অংশগ্রহণ করেছে। স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তি, কৃষি উদ্ভাবন, বিজ্ঞানভিত্তিক মডেল, তথ্যপ্রযুক্তি সেবা ও অন্যান্য প্রয়োগযোগ্য উদ্ভাবন স্টলগুলোতে প্রদর্শিত হয়েছে।
মন্তব্য করুন
