শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় রায়পুর জামায়াতে ইসলামী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতে ক্ষমতার জন্য নয়, বরং জনগণের স্বার্থে ও নীতির রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আগামী নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে আমরা অংশগ্রহণ করব। মানবতার সেবা ও আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের একমাত্র লক্ষ্য।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই সমাজে সত্য, ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি সুশৃঙ্খল সমাজ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইয়েদ নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌর শাখার আমির হাফেজ মাওলানা ফজলুল করিম, উপজেলা সেক্রেটারি আব্দুল আউয়াল রাসেল, উপজেলা নায়েবে আমির মাওলানা ইউসুফ জামাল, পৌর জামায়াতের নায়েবে আমির এডভোকেট কামাল উদ্দিন, পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব প্রমুখ।

এছাড়াও ফজলুল করিম আনোয়ার, মাষ্টার হাবিবুর রহমান, মাওলানা বদিউল্লাহ, মাওলানা লুৎফর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রায়পুর প্রেসক্লাব, রায়পুর উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটি রায়পুরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন