

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে দুজন নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এই ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, উদ্ধার কার্যক্রম চলছে, তবে তৎক্ষণাৎ নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা অভিযোগ করেছেন, ঘটনাস্থলে দুই ঘণ্টা পার হলেও ডুবুরিদল পৌঁছায়নি। ফায়ারসার্ভিস কর্মীরাও পানির তলদেশে কেউ ডুবে আছে কি না তা নিশ্চিত করতে পারেননি, যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহন নামের যাত্রীবাহী বাসটি রহমতখালী খালে পড়ে যায়। দুর্ঘটনার এক ঘণ্টা পর্যন্ত লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, যা দুইপাশে যানজট সৃষ্টি করে। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ওসি মোবারক হোসেন বলেন, অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে, এর মধ্যে দুজন নিহত হয়েছেন। কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন নিশ্চিত করেছেন, চন্দ্রগঞ্জে দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।
মন্তব্য করুন
