

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ নয়। তারা একটি বিশেষ দলের পক্ষে অবস্থান নিচ্ছে। এর বাস্তব প্রমাণ হিসেবে তিনি শেরপুরে পরিকল্পিতভাবে জামায়াতের সেক্রেটারিকে হত্যার ঘটনার কথা উল্লেখ করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) লক্ষ্মীপুর সদর উপজেলার কাজীর দিঘির পাড় বাজারে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান বলেন, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনী নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা এমন বাংলাদেশ দেখতে চাইনি। যারা এই ঘটনায় দায়িত্বহীনতা ও দুর্বলতা দেখিয়েছেন, তাদের প্রত্যাহার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, গত চার দিনে দেশের প্রায় ২০টি জেলায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়া নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। একদিকে যারা নারী অধিকারের কথা বলেন, অন্যদিকে তাদের নেতাকর্মীরাই নারী কর্মীদের ওপর হামলা করছে, এটা কখনো গ্রহণযোগ্য নয়।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নারী কর্মীদের কাজে বাধা দিচ্ছে। তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই। তবে নারী কর্মীদের ওপর হামলা অব্যাহত থাকলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, আপনারা যদি নব্য হাসিনা হতে চান, তাহলে পরিণতিও ভিন্ন হবে না। শেখ হাসিনা থেকে শিক্ষা নিন, বাড়াবাড়ি করবেন না।
সভায় উপস্থিত ছিলেন রায়পুর বামনি ইউনিয়ন জামায়াতের আমীর মঞ্জুর কবির, সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের আমীর মাওলানা হাফেজ তোহা, বামনি ইউনিয়ন সেক্রেটারি আলতাফ হোসেন হাওলাদারসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে সদর উপজেলার কাপিতলি বাজার থেকে দাঁড়িপাল্লার সমর্থনে একটি মিছিল বের করা হয়। পাশাপাশি শুক্রবার জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের লক্ষ্মীপুর আগমন উপলক্ষে স্বাগত মিছিলও অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
