শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই হত্যা মামলার আসামিকে সঙ্গে নিয়ে ইউএনওর ভোটকেন্দ্র পরিদর্শন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম
রায়পুর উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শনে ইউএনও
expand
রায়পুর উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শনে ইউএনও

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের নেতৃত্বে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের সময় দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

তিনি জুলাই হত্যা মামলার অন্যতম আসামি বলে স্থানীয়দের অভিযোগ।

জানা গেছে, পরিদর্শনকালে ইউএনওর সঙ্গে ওই ইউপি সদস্যকে নিয়ে ইউনিয়নের একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখা হয়।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক কর্মী, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

রায়পুরের শহীদ ওসমান গনির পিতা আব্দুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসন এখনো আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় দিচ্ছে। জুলাই হত্যা মামলার আসামিদের সঙ্গে নিয়ে চলাফেরা করা দুঃখজনক। এতে ইউএনওকে নিয়েও প্রশ্ন ওঠে, তিনি আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান কাউছার বলেন, ইউপি সদস্য হিসেবে তিনি আমার সঙ্গে ভোটকেন্দ্রগুলো পরিদর্শনে ছিলেন। তবে জুলাই যোদ্ধা হত্যা মামলার আসামি হওয়ার বিষয়টি আমার জানা ছিল না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X