

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) সংসদীয় আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে আবারও একটি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আশঙ্কা রয়েছে।
দলটির সাম্প্রতিক রাজনৈতিক আচরণ ও সিদ্ধান্তহীনতা সেই আশঙ্কাকেই স্পষ্ট করছে বলে দাবি করেন তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রামগঞ্জে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের লক্ষ্মীপুর আগমন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
মাহবুব আলম বলেন, সংস্কার প্রক্রিয়ায় বিএনপি শুরু থেকেই আন্তরিকতার অভাব দেখিয়ে আসছে। সিদ্ধান্তের মুহূর্তে এসে বারবার ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে তারা সংস্কার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে। এতে স্পষ্ট হয় যে, দলটি প্রকৃত অর্থে সংস্কার চায় না।
তিনি আরও অভিযোগ করেন, একটি বড় রাজনৈতিক দল ছোট ছোট দলগুলোকে আসনের লোভ দেখিয়ে বিলুপ্ত করার চেষ্টা করছে, যা দেশে ‘বাকশাল ০.২’ প্রতিষ্ঠার এক ষড়যন্ত্র।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, উপজেলা সেক্রেটারি ইমরান হোসাইন, পৌর নায়েবে আমির মাস্টার আবুল হোসেন, সেক্রেটারি ইসমাইল ইলিয়াস ও এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুম বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
