শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলে জামায়াত জোট প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:০০ পিএম
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মাহবুব আলম। তবে তার বাবা আজিজুর রহমান ভোট চাচ্ছেন ওই আসনের বিএনপির প্রার্থীর জন্য ।
expand
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মাহবুব আলম। তবে তার বাবা আজিজুর রহমান ভোট চাচ্ছেন ওই আসনের বিএনপির প্রার্থীর জন্য ।

লক্ষ্মীপুর (রামগঞ্জ) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ভাই।

শাপলা কলি প্রতীক নিয়ে মাহবুব ভোটের মাঠে লড়ছেন। তবে তার বাবা আজিজুর রহমান রহমান বাচ্চু মোল্লা একই আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন।

শুক্রবার গণসংযোগে অংশ নিয়ে তিনি এ ভোট চান।

বিএনপি সূত্র জানায়, রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মোল্লা বাড়ির সন্তান মাহবুব আলমের। তাঁর বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

শুক্রবার সকালে নারায়নপুর এলাকায় বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিম ঘণসংযোগ ও সভা করেছেন।

সেখানে বাচ্চু মোল্লা ধানের শীষ প্রতীকে ভোট চান। এসময় তিনি তারেক রহমানকে ভোটের মাধ্যমে ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী করতে কাজ করার জন্য উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের আহবান করেন। পরে বাচ্চু মোল্লা বিএনপি প্রার্থীর কয়েকটি সভায় অংশ নেন।

এ প্রসঙ্গে আজিজুর রহমান বাচ্চু মোল্লা বলেন, আমি রাজনীতি করি, বিএনপির পদে আছি। পরিবার, ছেলে ব্যক্তিগত বিষয়। এতে নির্বাচনে বিএনপির প্রার্থীর জন্য ভোট চেয়েছি।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় রামগঞ্জে ১০ দলীয় জোট প্রার্থী মাহবুব আলমকে নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে উপজেলা জামায়াতে আমীর নাজমুল হাসান পাটওয়ারী, এনসিপিসহ জোটের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা বাবা, ছেলে মাহবুবের পক্ষে নির্বাচনের মাঠে থাকবেন কিনা সাংবাদিকদের প্রশ্নে মাহবুব বলেন, আমার বাবা একটি দলের শৃঙ্খলা-অবস্থানে রয়েছেন। বিষয়টি আমরা পারিবারিকভাবে সমন্বয় করে সিদ্ধান্ত নেবো।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-১ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। প্রতীক বরাদ্ধ পেয়ে বৃহস্পতিবার থেকে তারা গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X