

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী ইউনিয়নের বাসিন্দা কাঁচা সবজি ব্যবসায়ী মোঃ মমিন (৩৭) অটোগাড়িযোগে উত্তর চরবংশী ইউনিয়নের সাজু মোল্লার ঘাট এলাকা থেকে রওনা দেন। পথে রায়পুর থানাধীন চর মোহনা ইউনিয়নের বাসাবাড়ি–হায়দরগঞ্জ সড়কের সলিংয়ের মাথা এলাকায় পৌঁছালে একটি সিএনজি অটোরিকশা দিয়ে তার অটোগাড়ির গতিরোধ করে ৫–৬ জনের একটি ডাকাত দল।
এ সময় ডাকাত দলের এক সদস্য ধারালো ছুরি ঠেকিয়ে তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও নগদ ৬৮০ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ভুক্তভোগী বিষয়টি তাদের অবহিত করেন।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মমিন বাদী হয়ে রায়পুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ নাবিল হোসেন (২২), পিতা আলমগীর পাটোয়ারী, সাং চরবংশী (বেপারী বাড়ী), ০১নং ওয়ার্ড, উত্তর চরবংশী ইউনিয়ন; মোঃ নয়ন হোসেন (২০), পিতা বাদশা মাঝি, সাং চরইন্দুরিয়া (মাঝি বাড়ী), ০২নং ওয়ার্ড, উত্তর চরবংশী ইউনিয়ন; রিমন হোসেন (২০), পিতা ইসমাইল বেপারী, সাং চরবংশী (ইসমাইল বেপারী বাড়ী), মেঘনা বাজার; মোঃ শাকিব হোসেন (২০), পিতা দেলোয়ার হোসেন, সাং উত্তর চরপাতা (পাঠান বাড়ী), ০৬নং ওয়ার্ড, চরপাতা ইউনিয়ন; মোঃ রাকিব (২০), পিতা সেলিম গাইন, সাং চরজালিয়া (গাইন বাড়ী), ০১নং ওয়ার্ড; এবং জিদান (১৫), পিতা জাহাঙ্গীর, সাং চরবংশী (বেপারী বাড়ী), ০২নং ওয়ার্ড। গ্রেপ্তারকৃতরা সবাই রায়পুর থানা, লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
