শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে লক্ষ্মীপুরে শিবিরের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম
লক্ষ্মীপুর উত্তর স্টেশন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল
expand
লক্ষ্মীপুর উত্তর স্টেশন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল

“হারার ভয়ে খেলে না, সে কথা তো বলে না” এই স্লোগানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। স্লোগানটি ছাত্রদলকে উদ্দেশ্য করে দেওয়া হয় বলে জানান আয়োজকরা।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর উত্তর স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ স্টেশনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন এবং সেক্রেটারি আব্দুল আউয়াল হামদুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে পরিকল্পিতভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। তাদের দাবি, নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই একটি পক্ষ মব তৈরি করে এই স্থগিতাদেশ আদায় করেছে।

বক্তারা বলেন, শাকসু নির্বাচন স্থগিত করা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। এই সিদ্ধান্তের মাধ্যমে ছাত্র সমাজের মত প্রকাশ ও নেতৃত্ব নির্বাচনের অধিকার বাধাগ্রস্ত করা হচ্ছে।

তারা অবিলম্বে শাকসু নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্ধারিত সময়ের মধ্যেই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানান।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা “হারার ভয়ে খেলে না, সে কথা তো বলে না”সহ শাকসু নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X