শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বিকাশ-নগদ প্রতারক চক্র আটক

লক্ষীপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
expand
লক্ষ্মীপুরে বিকাশ-নগদ প্রতারক চক্র আটক

লক্ষ্মীপুরে বিকাশ ও নগদ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকার আনন্দ শাহ্ পোল নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জাহানাবাদ গ্রামের বাসিন্দা মো. ফজরা আলী ছেলে ফয়েজ হোসেন, আলী হায়দারের ছেলে মো. হৃদয়, পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আলী আকবরের ছেলে মো. সোহেল, সমসেরাবাদের মো. ইসমাইলের ছেলে মো. শিহাব।

এসময় তাদের কাছ থেকে ২৭টি মুঠোফোন ও ১৭টি সিম সহ প্রতারণার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।

সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, এই প্রতারক চক্র দীর্ঘদিন থেকে মানহা নামক একটি ট্রাভেল এজেন্সীর আড়ালে বিকাশ ও নগদ এপসের মাধ্যমে সাধারণ মানুষের প্রতারণা করে টাকা হাতিয়ে নিতো। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এবং প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল, সিম, চেক বই, কম্পিউটারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন