শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষীপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

লক্ষীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ এএম
expand
লক্ষীপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

লক্ষীপুরের কমলনগরে গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রহিমকে (৪৪) গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-১১।

বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী র‍্যাব-১১ এর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

এর আগে ভোররাতে তাকে নোয়াখালীর সুধারাম থানাধীন আন্ডারচর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার আবদুল গনির ছেলে।

র‍্যাব জানায়, রহিমের বিরুদ্ধে ২০১৪ সালে লক্ষীপুরের কমলনগর থানায় গণধর্ষণ মামলা দায়ের হয়। ২০২২ সালের ১১ অক্টোবর লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ওই মামলায় মৃত্যুদণ্ডের রায় দেন ৷ এতো বছর ধরে সে পলাতক ছিল। তাকে গ্রেপ্তারে অভিযানে নামে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর আন্ডারচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন