

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে নজর কাড়ছে ভিন্ন আদলে গড়া একটি মসজিদ। ভিম বা কলাম ছাড়াই আরসিসি ঢালাইয়ে টালেন সদৃশ্য নির্মাণ করা হয় এই বাইতুল মামুর মসজিদ। এতে দেওয়ালের পরিবর্তে পশ্চিম ও পূর্ব পাশে গ্লাস ব্যবহার করা হয়েছে।
এর নান্দনিক নির্মাণশৈলী মুগ্ধ করে দর্শানার্থীদের। এতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে লোকজন দেখতে আসছেন। গ্রামে সবুজ-প্রকৃতির মিশেলে এ ধর্মীয় স্থাপনাটি যেন অপূর্ব সৌন্দর্যের নিদর্শন হয়ে উঠছে।
জেলা শহর থেকে ৭ কিলোমিটার পশ্চিমে সবুজ গাছগাছালিতে ঘেরা সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রাম। এখানে সড়কের পাশে শিল্পপতি ফরহাদ হোসেন নেহাল চৌধুরীর বাড়ির সামনে একটি মসজিদ ছিল।
২০২১ সালে নেহাল চৌধুরী নান্দনিক করে এ মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন। রাজধানী ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে করা ডিজাইনে নির্মাণ কাজ শুরু করা হয়। ইতোমধ্যে ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। ভিম ও কলাম ছাড়াই মসজিদটি আরসিসি ঢালাইয়ে টালেন আকৃতিতে নির্মাণ করা হয়েছে। দেওয়ালের পরিবর্তে এর পশ্চিম ও পূর্ব পাশে গ্লাস ব্যবহার করা হয়েছে। দুই পাশে লম্বা জানালা রয়েছে।
এ অবস্থায়ই মসজিটি সৌন্দর্য্যে বিভোর মুসল্লি ও দর্শনার্থীরা। ঢাকা, নোয়াখালী, চাঁদপুরসহ দূর-দূরান্তের মানুষ ছুটে আসছেন মসজিদটি দেখার জন্য। অনেকে নামাজ আদায় করছেন। স্মৃতি ধরে রাখতে অনেকে তুলছেন মোবাইল ফোনে সেলফি। এখানে একসঙ্গে ৪০০ মুসল্লি নামাজ পড়তে পারেন। দুপুরে পুকুরে মসজিদটির অপূর্ব প্রতিবিম্ব দেখা যায়। রাতে মসজিদের ভেতরের লাইটের আলোতে সৌন্দর্য ফুটে কয়েকগুণ বেশি।একইসঙ্গে সামনের পুকুরের পানিতে মসজিদটির প্রতিফলনের চিত্র ফুটে উঠে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মসজিদটিতে কোন ভীম বা কলাম নেই। দুই স্তরের রড দিয়ে নিচ থেকে ৫০ ইঞ্চির ঢালাই থেকে ওপর দিকে ১০-১৫ ইঞ্চির ঢালাই দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
