বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নারী শ্রমিক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১০:৪৬ এএম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
expand
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বিউটি খাতুন (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ নারী।

বুধবার (১২ নভেম্বর) রাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে একটি মোটরসাইকেল তাদের বহনকারী ভ্যানে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আজ বৃহস্পতিবার মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এনপিবি নিউজের জানান, বুধবার রাতে ৪ নারী স্থানীয় একটি গ্লাস ফ্যাক্টরিতে কাজে যাচ্ছিলেন।

কুষ্টিয়া-মেহেরপুর সড়কে একটি মোটরসাইকেল তাদের বহনকারী ভ্যানে ধাক্কা দিলে সবাই সড়কে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় চিকিৎসক বিউটি খাতুনকে মৃত ঘোষণা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন