

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বিউটি খাতুন (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ নারী।
বুধবার (১২ নভেম্বর) রাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে একটি মোটরসাইকেল তাদের বহনকারী ভ্যানে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আজ বৃহস্পতিবার মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এনপিবি নিউজের জানান, বুধবার রাতে ৪ নারী স্থানীয় একটি গ্লাস ফ্যাক্টরিতে কাজে যাচ্ছিলেন।
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে একটি মোটরসাইকেল তাদের বহনকারী ভ্যানে ধাক্কা দিলে সবাই সড়কে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় চিকিৎসক বিউটি খাতুনকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন