শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ১৪ কোটি টাকার অবৈধ চায়না জাল জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম
অবৈধ চায়না জাল জব্দ
expand
অবৈধ চায়না জাল জব্দ

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) ও রোববার (১২ অক্টোবর) উপজেলার আশ্রায়ন বিওপি এলাকার চল্লিশপাড়া ও মদনের ঘাটে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান শিকদার বলেন, গত এক বছরে যশোর রিজিয়ন স্বর্ণ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ সময়ে বিজিবি ১২২ কেজি স্বর্ণ, ৪০০ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে এবং ৪ হাজার ৭৫২টি মানবপাচার বিরোধী সচেতনতামূলক সভা আয়োজন করেছে।

তিনি আরও জানান, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ২০২৫ সালে এখন পর্যন্ত ১০৭ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাচালান দ্রব্য জব্দ করেছে এবং ৪৯ কোটি টাকার অবৈধ জাল ধ্বংস করেছে। সর্বশেষ এই অভিযানে ব্যাটালিয়নটি প্রমাণ করেছে যে, তারা শুধু সীমান্ত পাহারায় নয়, জাতীয় সম্পদ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত অবৈধ জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া বিজিবি কর্মকর্তারা বলেন, কুষ্টিয়া সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি। ভবিষ্যতেও তারা জনগণের পাশে থেকে দেশের সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থে কাজ করে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন