শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া ও রাজবাড়ী জেলায় সাড়ে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
কুষ্টিয়া ও রাজবাড়ী জেলায় সাড়ে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
expand
কুষ্টিয়া ও রাজবাড়ী জেলায় সাড়ে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে সেনাবাহিনী ,পুলিশ, র‍্যাব ও আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নির্বাচন উপলক্ষে যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ বিজিবি কুষ্টিয়া ও রাজবাড়ী জেলায় দায়িত্ব পালন করবে। দুই জেলায় মোট ১১টি উপজেলায় ৬টি সংসদীয় আসনে রয়েছে। পুরো নির্বাচনী এলাকায় ১৪.৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

এসময় তিনি বলেন,"নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার সকল উপজেলায় বিজিবির বেইজ ক্যাম্প স্থাপন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।"

তিনি আরও বলেন,"বিজিবি সদস্যরা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করবেন। সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।সাধারণ জনগণকে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X