শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

 কল্যাণময় রাষ্ট্রে দাঁড়িপাল্লায় ভোট চান শাহজাহান চৌধুরী

লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম
জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী
expand
জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক) আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, গত ১৭ বছরে দেশে নজিরবিহীন লুটপাট ও দুর্নীতি হয়েছে। উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

২৯জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী এলাকায় জামায়াতের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, রাস্তা নির্মাণে ৬০ লাখ টাকা বরাদ্দ হলে সেখান থেকে ৪০ লাখ টাকা লুট করা হয়েছে। এ ধরনের দুর্নীতি বাংলাদেশের ইতিহাসে আগে কখনও হয়নি। জনগণ যদি আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে একটি টাকাও দুর্নীতি হতে দেওয়া হবে না।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সত্য ও বাস্তবতা জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তি রোধে দায়িত্বশীল সাংবাদিকতা জাতির জন্য সবচেয়ে বড় শক্তি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে জন্য লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। নির্বাচনকালীন সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও দাবি করেন, দেশের তরুণ প্রজন্ম দুর্নীতিমুক্ত ও কল্যাণময় রাষ্ট্র গঠনের স্বপ্নে জামায়াতের দিকে ঝুঁকছে এবং ভোটের মাঠে তার প্রতিফলন দেখা যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহজাহান চৌধুরী বলেন, এই আসনের বিএনপি প্রার্থীর সঙ্গে জামায়াতের সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সম্পর্ক রয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর ও নির্বাচন পরিচালক আনোয়ারুল আলম চৌধুরী, ডক্টর মাওলানা ছাবের আহমদ, দক্ষিণ জেলা জামায়াত যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবু নাসের, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার, শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া শাখার সহ-সভাপতি রফিক দিদার, ব্যবসায়ী ফজল আহমদ হারুন, ডা. আকতার আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X