

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির কুষ্টিয়া জেলা শাখার মুখ্য সংগঠক সুমন আহমেদসহ ৫০ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি ) দুপুরে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতাকর্মীরা পদত্যাগের ঘোষণা দেন।
এসময় সুমন আহমেদ বলেন, "জামায়াত ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে, আমরা জুলাই চেতনা নিয়ে রাজনীতি করছি। আমরা সেই জুলাইকে এখন বিকৃত হতে দিতে পারবো না। সে (জামায়াত) স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কেমন করে এনসিপি ওর সাথে জোটে যেতে পারে। এইজন্য আমরা একত্রিত হয়ে এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা থাকবো না এদের সাথে।"
তিনি আরও বলেন, "জুলাই আন্দোলনের পক্ষে আমরা প্রথম সারির যোদ্ধা ছিলাম, জীবন বাজি রেখে গুলি এবং আওয়ামী লীগ ফ্যাসিবাদীর সামনে আমরা উপস্থিত হয়েছিলাম। এখন এনসিপি থেকে কিছু ব্যক্তি নিজের ফায়দা লুটছে। জুলাইয়ের চেতনা নিয়ে এনসিপি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছে। সেখান থেকে আমাদের কিছু সহযোদ্ধারা ছিল তারা অনেকভাবে মামলা বানিজ্য করছে। আমরা এই দোষ নিতে পারব না এই কারণে আমরা এই কর্ম থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি এবং এনসিপির এই সহযোগী সংগঠন থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি।"
সংবাদ সম্মেলনে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তি কুষ্টিয়া জেলা শাখা থেকে পদত্যাগ করা ৫০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
