

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এদেশ সকলের শুধু আমাদের না। দেশটি আমাদের সবার। আমাদের নেতৃবৃন্দদের খুন করা হলো, দফাই দফাই জেলে দেওয়া হল, অফিস বন্ধ করে রাখা হলো, ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো, শেষ পর্যন্ত আমাদের নিষিদ্ধ ঘোষণা করা হলো।
পরে আমরা আগস্টের ৫ তারিখ রাতেই ঘোষণা দিলাম আমরা কারোর ওপর থেকে প্রতিশোধ নেব না। অন্যায় ভাবে কাউকে মামলার আসামি করা হবে না। আমরা অন্যায় ভাবে একটা মানুষকেও মামলার আসামি করিনি।
সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শহীদ আবরার ফাহাদ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সে নিজেই একটি বিদ্রোহী বিপ্লবের নাম। সে আধিপত্যের বিরুদ্ধে কলম ধরেছিল এটাই তার অপরাধ।
এজন্য তাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থান প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। যাদের নেতৃত্বে এ জাতি ২৪শে লড়াইয়ে অংশগ্রহণ করে মুক্তি পেয়েছে আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
কুষ্টিয়া সর্ম্পকে ডা.শফিকুর রহমান বলেন,"পদ্মা-গড়াই নদীময় মরুভূমি। উপর থেকে যখন পানি আসে কখন পানি নদীতে থাকে না। নদীর দুই কুল পানি উপচে পড়ে সবকিছু তছনছ করে দেয়।
বছরের পর বছর নদী ভাঙনের কবলে পড়ে বহু মানুষের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেছে। নদী আল্লাহর নিয়ামত। আল্লাহর এই নিয়ামতকে তিলে তিলে এদেশে খুন করা হয়েছে। নদী খননের জন্য প্রতিবছর বাজেট থাকে এই টাকা মুখ দিয়ে ঢুকে পেটের মধ্যে চলে যায় নদীর বালি আর ওঠে না।"
তিনি আরও বলেন, "আগস্টের পর জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। সত্যি যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে এ কাজগুলো করে থাকেন আপনারা এখান থেকে সরে আসুন আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছে ওটাই আপনাদের সঙ্গে ভাগাভাগি কি করে খেতে রাজি আছি।
এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি যে বাংলাদেশ, সকল পুরুষ এবং নারীর হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিব ইন শা আল্লাহ। বিশেষ করে যুবক-যুবতীদের হাতে। তারা যেন যৌবনের শক্তি দিয়ে দেশকে দারুণভাবে গড়তে পারে এগিয়ে নিয়ে যেতে পারে।
এসময় জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের দলীয় প্রার্থী আব্দুল গফুর, সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার, কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী আমির হামজা, কুষ্টিয়া-১ আসনের প্রার্থী বেলাল উদ্দিন, কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আফজাল হোসাইন ও কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামীর আমির এনামুল হক।
মন্তব্য করুন
