

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার কুমারখালীতে মালবাহী ট্রাকের চাপায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক বাদশা নামে এক নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার সদকী ইউনিয়নের কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের ফুলতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক বাদশা (৫০) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর বেতবাড়িয়া গ্রামের হাচেন আলীর ছেলে।
তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের জগন্নাথপুর ইউনিয়ন সভাপতি ও আল মদিনা মিষ্টি ভাণ্ডারের স্বত্বাধিকারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১১টার সময় আব্দুর রাজ্জাক বাদশা মোটরসাইকেলের পেছনে বসে খোকসার দিকে যাচ্ছিলেন।
এ সময় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফুলতলা এলাকায় মোটরসাইকেলটি ওভারটেক করতে গিয়ে মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাদশা সড়কের উপর ছিটকে পড়েন।পরে ট্রাকটি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ সময় ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়। তবে মোটরসাইকেল চালক মুফতি খাইরুল বাশারের তেমন কোন ক্ষতি হয়নি বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় বাদশা নামে একজন নিহত হয়েছেন।
মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
মন্তব্য করুন
