

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলার চারটি সংসদীয় আসনে মোট পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
ফলে জেলায় চারটি আসনে এখন মোট ২৫ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে থাকছেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা।
এ আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হলেন রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।
এবিষয়ে রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বলেন, নুরুজ্জামান হাবলু মোল্লার বিরুদ্ধে কেন্দ্রীয় দপ্তরে বিষয়টি অবহিত করা হবে এবং দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্রোহী প্রার্থীর কারণে নির্বাচনী মাঠে কোনো প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,তার নিজ পরিবারের চাচা-ভাতিজারাও আমার সঙ্গে রয়েছেন, ফলে নির্বাচনে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
নুরুজ্জামান হাবলু মোল্লা বলেন,আমি দৌলতপুরের আপামর জনগনের স্বতন্ত্র প্রার্থী। পারিবারিক রাজনীতির আড়ালে দৌলতপুরে চাঁদাবাজি ও নানা অনিয়ম চলছে। এসব অন্যায় ও অব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই নির্বাচনে প্রার্থী হয়েছেন বলেও জানান তিনি।
এদিকে জেলার অন্যান্য আসনে যেসব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন, কুষ্টিয়া-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আবু বক্কর সিদ্দিক ও খেলাফত মজলিসের আব্দুল হামিদ, কুষ্টিয়া-৩ আসনে খেলাফত মজলিসের মো. আরিফুজ্জামান এবং কুষ্টিয়া-৪ আসনে এবি পার্টির আবু বক্কর সিদ্দিক ও স্বতন্ত্র প্রার্থী শেখ সাদি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
মন্তব্য করুন
