শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষককে রাজকীয় বিদায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম
শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায়-সংবর্ধনা
expand
শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায়-সংবর্ধনা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দীর্ঘ ৩২ বছর শিক্ষকতা শেষে সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা ব্যতিক্রমী সম্মাননা প্রদান করেছেন।

বিদায়ী শিক্ষককে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ থেকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় জানানো হয়।

শিক্ষক-শিক্ষার্থী এবং অতিথিদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বালারহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন রেজাউল ইসলাম রেজা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. মাহতাব হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষকরা। বক্তারা জাহাঙ্গীর আলমের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা ও অবদানের কথা স্মরণ করেন।

অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, “১৯৯৩ সালের ১ আগস্ট থেকে এই প্রতিষ্ঠানে কাজ শুরু করি। ১ সেপ্টেম্বর ছিল আমার শেষ কর্মদিবস। প্রিয় কর্মস্থল ও প্রিয় মানুষদের ছেড়ে যাওয়া সহজ নয়। এভাবে বিদায় পেয়ে আমি সত্যিই অভিভূত।”

প্রধান শিক্ষক আব্দুল হানিফ সরকার জানান, জাহাঙ্গীর আলম সততা ও নিষ্ঠার সাথে ৩২ বছর দায়িত্ব পালন করেছেন। সহকর্মী হিসেবে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন