বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ফায়ার সার্ভিসের গাড়িচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
ফায়ার সার্ভিসের গাড়িচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
expand
ফায়ার সার্ভিসের গাড়িচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত গাড়িচালক জাহিদ আহমেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস স্টেশনের পাশে তার ভাড়া বাসার বারান্দায় ঝুলন্ত মরদেহ দেখতে পান স্ত্রী। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

জাহিদ রংপুর জেলার কাউনিয়া থানার মোহাম্মদ আলী শহীদের ছেলে। তিনি নাগেশ্বরীতে স্ত্রী সন্তান নিয়ে শামসুল হক ব্যাপারীর বাড়িতে দুই বছর থেকে ভাড়া থাকতেন।বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কাজ শেষে বাসায় গিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বাড়ির মালিক শামসুল হক জানান, সকালে তার স্ত্রী ৬ বছরের কন্যা সন্তানকে নিয়ে স্কুলে যায়। সে সময় জাহিদও ডিউটি করতে বের হন। পরে দুপুরে তার স্ত্রী ফিরে দেখেন কক্ষের দরজার সামনে বারান্দার চালের কাঠের সাথে রশি লাগিয়ে ফাঁস নিয়েছেন জাহিদ।পরিবারের সদস্যরা জানান, জাহিদ ১০-১২ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। হতাশা থেকে হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X