বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম
খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল
expand
খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক দেশব্যাপী নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ, জুলাইসহ সকল গণহত্যার দ্রুত বিচার কার্যকর এবং প্রশাসনের উদাসীনতার তীব্র প্রতিবাদ জানিয়ে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সমাবেশে পরিণত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মোকাররম। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মোঃ মুজাক্কির হুসাইন, বায়তুল মাল সম্পাদক মোঃ বরকত উল্লাহ্, সহ-প্রশিক্ষণ সম্পাদক মোঃ শফি উদ্দিন, সদর শাখার দায়িত্বশীল মোঃ এমদাদুল হক, এবং জেলার বিভিন্ন শাখার শতাধিক কর্মী-সমর্থক।

সভাপতি মোঃ মোকাররম তার বক্তব্যে বলেন, এই দেশে গণহত্যাকারী আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করার সুযোগ পাবে না। যারা দেশের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। শেখ হাসিনাকে জাতির প্রতি তার অপরাধের জন্য অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে।

বায়তুল মাল সম্পাদক মোঃ বরকত উল্লাহ্ বলেন, যদি লীগ আবারও রাজনীতির ময়দানে ফিরতে চায়, তবে তাদেরকে আইনের কঠোর শাসনের আওতায় এনে জেলে পাঠাতে হবে। গণহত্যার বিচার কার্যক্রম দ্রুত শেষ করা জরুরি।

সহ-সভাপতি মোঃ মুজাক্কির হুসাইন বলেন, আপনি অতিদ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং দেশের শিক্ষাখাতের উন্নয়নে সাহসী পদক্ষেপ নিন। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মিছিল শেষে নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহ্বান জানান, দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যেন কোনো ব্যক্তি বা দল রাজনৈতিক অস্থিতিশীলতা বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন